
০২ ডিসেম্বর, ২০২৫ ১০:২৯
একটানা ৯ দিন হাসপাতালে থাকার পরও মৃত্যুর কাছে হার মানলেন কলেজপড়ুয়া মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান। গত ২২ নভেম্বর বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী।
নিহত মেহেদী হাসান কলাপাড়া উপজেলার লালুয়া ইউপির চারিপাড়া গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে। সে সরকারি মোজহার উদ্দিন বিশ্বাস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
লালুয়া ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবিউল ইসলাম জানান, গত ২২ নভেম্বর বন্ধু অলির মোটরসাইকেলযোগে লালুয়া মুক্তিযোদ্ধা বাজার থেকে বাড়ি ফিরছিল মেহেদী। পথিমধ্যে মঞ্জুপাড়া জহির ডাক্তার বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে মেহেদী আর অলি ছিটকে একটি কুয়ায় পড়ে যায়। তবে মেহেদীর মাথায় গুরুতর আঘাত লাগার পর থেকেই সংজ্ঞাহীন অবস্থায় ছিল। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মেহেদী দারুণ এক মেধাবী শিক্ষার্থী ছিলেন। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এলাকার মানুষের মন জয় করেছিলেন। তার অকালমৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। তবে আহত অলি আগের চেয়ে সুস্থ আছেন বলেও জানান এই ইউপি সদস্য।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এই দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত নয়। তবে এখন আমরা খোঁজ নিয়ে দেখছি।
একটানা ৯ দিন হাসপাতালে থাকার পরও মৃত্যুর কাছে হার মানলেন কলেজপড়ুয়া মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান। গত ২২ নভেম্বর বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী।
নিহত মেহেদী হাসান কলাপাড়া উপজেলার লালুয়া ইউপির চারিপাড়া গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে। সে সরকারি মোজহার উদ্দিন বিশ্বাস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
লালুয়া ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবিউল ইসলাম জানান, গত ২২ নভেম্বর বন্ধু অলির মোটরসাইকেলযোগে লালুয়া মুক্তিযোদ্ধা বাজার থেকে বাড়ি ফিরছিল মেহেদী। পথিমধ্যে মঞ্জুপাড়া জহির ডাক্তার বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে মেহেদী আর অলি ছিটকে একটি কুয়ায় পড়ে যায়। তবে মেহেদীর মাথায় গুরুতর আঘাত লাগার পর থেকেই সংজ্ঞাহীন অবস্থায় ছিল। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মেহেদী দারুণ এক মেধাবী শিক্ষার্থী ছিলেন। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এলাকার মানুষের মন জয় করেছিলেন। তার অকালমৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। তবে আহত অলি আগের চেয়ে সুস্থ আছেন বলেও জানান এই ইউপি সদস্য।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এই দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত নয়। তবে এখন আমরা খোঁজ নিয়ে দেখছি।
০৮ ডিসেম্বর, ২০২৫ ১৭:৩৬
০৮ ডিসেম্বর, ২০২৫ ১১:০১
০৭ ডিসেম্বর, ২০২৫ ২৩:৫৭
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:১৩

০৫ ডিসেম্বর, ২০২৫ ০২:৩৮
পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলীর ঐতিহ্যবাহী অক্সফোর্ড জুনিয়র মাধ্যমিক স্কুলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রঙিন আবহে মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীদের বিনোদন ও মননশীলতা বৃদ্ধির লক্ষে সেখানে আয়োজন করা হয় দুই ঘণ্টাব্যাপী চমকপ্রদ ম্যাজিক শো।
উপমহাদেশের খ্যাতিমান ও সার্ক রানার্সআপ ম্যাজিশিয়ান বিপ্লব রাজ তাঁর নানামুখী অভিনব পরিবেশনা দিয়ে শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবকসহ উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
এর আগে সকাল ৯টায় স্কুলে শুরু হয় ক্লাস পার্টি। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য অনুষ্ঠান দর্শকদের মন কেড়ে নেয়। রাতের পর্বে আয়োজন করা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নাটক "আপন দুলাল" যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময়ে অংশ নেন।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম খান বারেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে ঢাকায় অবস্থান করায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু আসতে পারেননি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য আশরাফ আলী হাওলাদার।
বক্তব্য দেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির মৎস্যজীবী সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান শাকিল, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নম্বর দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ হাওলাদার ফোরকান এবং যুবদল নেতা পলাশ হাওলাদার প্রমুখ।
সুন্দরভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন মাস্টার।’
পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলীর ঐতিহ্যবাহী অক্সফোর্ড জুনিয়র মাধ্যমিক স্কুলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রঙিন আবহে মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীদের বিনোদন ও মননশীলতা বৃদ্ধির লক্ষে সেখানে আয়োজন করা হয় দুই ঘণ্টাব্যাপী চমকপ্রদ ম্যাজিক শো।
উপমহাদেশের খ্যাতিমান ও সার্ক রানার্সআপ ম্যাজিশিয়ান বিপ্লব রাজ তাঁর নানামুখী অভিনব পরিবেশনা দিয়ে শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবকসহ উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
এর আগে সকাল ৯টায় স্কুলে শুরু হয় ক্লাস পার্টি। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য অনুষ্ঠান দর্শকদের মন কেড়ে নেয়। রাতের পর্বে আয়োজন করা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নাটক "আপন দুলাল" যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময়ে অংশ নেন।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম খান বারেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে ঢাকায় অবস্থান করায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু আসতে পারেননি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য আশরাফ আলী হাওলাদার।
বক্তব্য দেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির মৎস্যজীবী সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান শাকিল, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নম্বর দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ হাওলাদার ফোরকান এবং যুবদল নেতা পলাশ হাওলাদার প্রমুখ।
সুন্দরভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন মাস্টার।’

০৪ ডিসেম্বর, ২০২৫ ২০:৪০
তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দুমকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার সব বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষকরা এই কর্মসূচি শুরু করেন। এতে চলমান বার্ষিক পরীক্ষার কার্যক্রম হুমকির মুখে পড়েছে।
সকালে দুমকি উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন আন্দোলনরত শিক্ষকরা। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা বলেন, তাদের স্মারকলিপি গ্রহন করেছি, যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছানো হবে।
শিক্ষকরা জানান, ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো দুমকিতেও একই দাবি নিয়ে আন্দোলন চলছে। তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে বলেও জানান তারা।
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন সহকারী শিক্ষক নেতা কে এম জামাল আহমেদ, শাহজাহান সরদার, নেছার উদ্দিন, সাকিবুর রহমান সজিব, রেজভী আক্তার, সাদিয়া আফরিন, রুবেলসহ আরও অনেকে।
শিক্ষকদের এই কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকলে উপজেলার বার্ষিক পরীক্ষা গ্রহণে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে অভিভাবক ও সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।
তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দুমকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার সব বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষকরা এই কর্মসূচি শুরু করেন। এতে চলমান বার্ষিক পরীক্ষার কার্যক্রম হুমকির মুখে পড়েছে।
সকালে দুমকি উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন আন্দোলনরত শিক্ষকরা। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা বলেন, তাদের স্মারকলিপি গ্রহন করেছি, যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছানো হবে।
শিক্ষকরা জানান, ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো দুমকিতেও একই দাবি নিয়ে আন্দোলন চলছে। তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে বলেও জানান তারা।
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন সহকারী শিক্ষক নেতা কে এম জামাল আহমেদ, শাহজাহান সরদার, নেছার উদ্দিন, সাকিবুর রহমান সজিব, রেজভী আক্তার, সাদিয়া আফরিন, রুবেলসহ আরও অনেকে।
শিক্ষকদের এই কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকলে উপজেলার বার্ষিক পরীক্ষা গ্রহণে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে অভিভাবক ও সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।

০৪ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এবার এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের জন্য শহিদুল আলম তালুকদারের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
দীর্ঘদিন ধরেই এই আসনে একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দায়িত্ব দেওয়া হয়। নতুন প্রার্থী হিসেবে তিনি এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানাতে তার বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে ভিড় জমাচ্ছেন।
মনোনয়নপ্রাপ্ত শহিদুল আলম তালুকদার বলেন, ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি তা সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। পাশাপাশি বাউফলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করছি। বাউফল বিএনপি ঐক্যবদ্ধ। সকলকে নিয়েই ধানের শীষ বিজয়ের পক্ষে কাজ করব।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এবার এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের জন্য শহিদুল আলম তালুকদারের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
দীর্ঘদিন ধরেই এই আসনে একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দায়িত্ব দেওয়া হয়। নতুন প্রার্থী হিসেবে তিনি এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানাতে তার বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে ভিড় জমাচ্ছেন।
মনোনয়নপ্রাপ্ত শহিদুল আলম তালুকদার বলেন, ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি তা সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। পাশাপাশি বাউফলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করছি। বাউফল বিএনপি ঐক্যবদ্ধ। সকলকে নিয়েই ধানের শীষ বিজয়ের পক্ষে কাজ করব।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.